Header Ads

Free Twitter Followers

শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলা হবে.? সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি : শিক্ষা উপমন্ত্রী





দেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকার আদেশ রয়েছে। কিন্তু কতিপয় ভুয়া অনলাইন ও ফেসবুক পেজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বন্ধ বৃদ্ধির বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। এই বিভ্রান্তি দূর করতে এগিয়ে এসেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 
প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে  মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। একই সাথে অনুমান নির্ভর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী।

এ বিষয়টি জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন নওফেল।
স্ট্যাটাসে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। সরকার নির্দেশিত ছুটি এখনও চলছে। দয়া করে বিভ্রান্ত হবেন না, অনুমান নির্ভর তথ্যে বিশ্বাস করবেন না। শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আমরা আনুষ্ঠানিকভাবেই জানাবো।


No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.