Header Ads

Free Twitter Followers

১১৪ টি সর্ট প্রশ্ন ২০২০



১। দেশে ১ম বারের মত ' হিউম্যান মিল্ক ব্যাংক ' যাত্রা শুরু করে
__ ১ ডিসেম্বর ২০১৯।
২। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সরকারী সফরে স্পেন যান
__ ১ ডিসেম্বর ২০১৯।
৩। ডিজিটাল নিরাপত্তা এজেন্সী গঠন করা হয়
__ ৫ ডিসেম্বর ২০১৯।
৪। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) এর ৪১তম রায় প্রদান
__ ১১ ডিসেম্বর ২০১৯।
৫। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫ম ও ৬ষ্ঠ ড্রিমলাইনার এবং বিমানের মোবাইল অ্যাপস উদ্ধোধন
__ ২৮ ডিসেম্বর ২০১৯।
৬। বর্তমানে দেশে দারিদ্রের হার
__ ২০.৫%।
৭। বর্তমানে দেশে চরম দারিদ্রের হার
__১০.৫%।
৮। ২০১৯-২১ মেয়াদে ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচন হয়
__ বাংলাদেশ।
৯। ক্লাইমেট ভালনারেবল ফোরামের (CVF) পরবর্তী সভাপতি
__ প্রধানমন্ত্রী শেখ হাসিনা (দায়িত্বগ্রহণ ২০২০)।
১০। বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
__ ২৯ তম ( ২০১৮ তে ছিল ২৬ তম)।
১১। জাতিসংঘে বাংলাদেশের ২য় নারী স্থায়ী প্রতিনিধি
__ রাবাব ফাতিমা ( দায়িত্ব গ্রহণ - ২৯ নভেম্বর ২০১৯)।
১২। ১৯ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত 'অসমাপ্ত আত্মজীবনী ' মোট অনূদিত হয়
__ ১৩ টি ভাষায়।
১৩। ' অসমাপ্ত আত্মজীবনী ' সর্বশেষ অনূদিত হয়েছে
__ ইতালি ভাষায়।
১৪। ইতালি ভাষায় ' অসমাপ্ত আত্মজীবনী ' অনুবাদ করেছেন
__ আন্না কোক্কিয়ারেল্লা।
১৫। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বর্তমান ড্রিমলাইনার
__ ৬ টি।
১৬। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫ম ও ৬ষ্ঠ ড্রিমলাইনারের নাম
__ সোনার তরী ও অচিন পাখি।
১৮। বর্তমানে বগুড়া জেলা ইউনিয়নের সংখ্যা
__ ১০৯ টি ( সর্বশেষ সুখানপুকুর)।
১৯। বাংলাদেশের নতুন একটি কনস্যুলেট অফিস স্থাপিত হচ্ছে
__ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
২০। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কূটনীতিক মিশন রয়েছে
__ ৩ টি।
২১। মুজিববর্ষ উদযাপনের কাউন্টডাউন/ক্ষণগণনা শুরু হবে
__ ১০ জানুয়ারি ২০২০।
২২। মুজিববর্ষের বছরব্যাপী আনুষ্ঠানিক উদ্ধোধন হবে
__ ১৭ মার্চ ২০২০ রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে।
২৩। মুজিববর্ষ উপলক্ষে প্রকাশিত হবে
__ ২০০ টাকার স্মারক নোট।
২৪। মুজিববর্ষ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকাশ করবে
__ টকিং স্ট্যাম্প।
২৫। বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে
__ ইউনেস্কো।
২৬। মুজিববর্ষ উদযাপিত হবে বিশ্বের
__ ১৯৩ টি দেশে।
২৭। ১৭ মার্চ ২০২০- ১৭ মার্চ ২০২১ পর্যন্ত মুজিববর্ষের বিশ্বস্বীকৃতি দেয়
__ ইউনেস্কো।
২৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের সমাবর্তনে সম্মানসূচক 'ডক্টর অব লজ ' ডিগ্রি প্রদান করবে
__ বঙ্গবন্ধুকে।
২৯। ' বঙ্গবন্ধু কর্ণার ' নামে ২০২০ সাল থেকে একটি পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে
__ ইউনেস্কো।
৩০। বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা
__ ৩৩৯ জন।
৩১। সম্প্রতি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন
__ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩২। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
__ ওবায়দুল কাদের।
৩৩। স্বল্পমূল্যে ডিম থেকে বাচ্চা ফুটানোর অত্যাধুনিক যন্ত্র (ইনকিউবেটর) আবিস্কার করেছেন
__ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক।
৩৪। বিইউ শিম-৪ নামের নতুন এক জাতের শিম উদ্ভাবন করেছে
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ।

৩৫। পুদিনার উচ্চফলনশীল দুটি জাত 'বারি পুদিনা-১ ও বারি পুদিনা-২' উদ্ভাবন করেছেন
__ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) বিজ্ঞানীরা।
৩৬। 'বারি ফিরিঙ্গি-১' নামের মসলার নতুন এক জাত উদ্ভাবন করেছেন
__ বগুড়া মসলা গবেষণা কেন্দ্রে কর্মরত কর্মকর্তা শামসুন্নাহার মাহমুদার নেতৃত্বে ৮জন কৃষিবিজ্ঞানী।
৩৭। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পিঁয়াজের বিকল্প হিসেবে আবিস্কার করেছেন
__ বারি চিভ -১।
৩৮। দেশীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত শজিনার ১ম জাতের নাম
__ বারি শজিনা-১।
৩৯। 'বারি শজিনা-১' নামের শজিনার নতুন এক জাত উদ্ভাবন করেছেন
__ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ারা আক্তারের নেতৃত্বে ৫ সদস্যের এক গবেষক।
৪০। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর কাছে যে দুটি ফ্রিগেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়
__ ওমর ফারুক ও আবু উবাইদাহ ( ১৮ ডিসেম্বর ২০১৯)।
৪১। আন্তর্জাতিক ডায়বেটিস ফেডারেশনের (IDF) সভাপতি নির্বাচিত হন
__ বাংলাদেশী ড. আখতার হোসেন।
৪২। আন্তর্জাতিক ডায়বেটিস ফেডারেশনের (IDF) সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হন
__ অধ্যাপক ড. একে আজাদ খান।
৪৩। ১ম বাংলাদেশী হিসেবে যুক্তরাষ্ট্রে পুলিশ সার্জেন্ট পদে পদোন্নতি লাভ করেন
__ চট্টগ্রামের ছেলে আরমান কায়সার।
৪৪। জাতিসংঘের ফ্রেমওয়ার্কের আওতায় পরিচালিত আন্ত:রাষ্ট্রীয় ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট দ্য কমন ফান্ড ফর কমডিটিজের (CFC) ব্যবস্থাপনা পরিচালক পদে জয় লাভ করে
__ বাংলাদেশ ( ৪ ডিসেম্বর ২০১৯)।
৪৫। ২০১৯ সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হন
__ ৪ জন ব্রিটিশ বাংলাদেশী।
৪৬। ২০১৯ সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী ৪জন ব্রিটিশ- বাংলাদেশীরা হলেন - রুশনারা আলী, রুপা হক, টিউলিপ সিদ্দিক ও আপসানা বেগম।
৪৭। ১৯ সেপ্টেম্বর ২০১৯ থেকে পরবর্তী ৩ বছরের জন্য অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা করা হয়েছে
__ আলুকে।
৪৮। বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল
__ ৬টি।
৪৯। দেশে বর্তমানে নিয়ন্ত্রিত ৬ টি ফসলগুলো হলো
__ ধান, গম, পাট, আখ, মেস্তা ও কেনাফ।
৫০। বাংলাদেশ ট্যারিফ কমিশনের বর্তমান চেয়ারম্যান
__ তপন কান্তি ঘোষ।
৫১। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (BPDB) বর্তমান চেয়ারম্যান
__ সাঈদ আহমেদ।
৫২। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (BIWTC) বর্তমান চেয়ারম্যান
__ খাজা মিয়া।
৫৩। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর নাম
__ বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম।
৫৪। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নাম
__ মো. রেজাউল করিম।
৫৫। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) এর বর্তমান মহাপরিচালক
__ বিগ্রেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।
৫৬। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক
__ সারোয়ার মাহমুদ।
৫৭। ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
__ একেএম শহিদুল করিম।
৫৮। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার
__ জেরেমি ব্রুআর।
৫৯। ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের বর্তমান কাউন্সেলর
__ লে. কর্নেল মো. মাহমুদুল আলম খান।
৬০। ১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান মারা যান
__ ৬ ডিসেম্বর ২০১৯।
৬১। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মারা যান
__ ২০ ডিসেম্বর ২০১৯।
৬২। দেশের ১১তম সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী মারা যান
__ ২২ ডিসেম্বর ২০১৯।
৬৩। সিলেটের ১ম বেসরকারি লিডিং ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনার
__ 'এক স্থাপনায় সব মা'।
৬৪। সিলেটে অবস্থিত শহীদ মিনার 'এক স্থাপনায় সব মা' এর স্থপতি
__ রাজন দাস।
৬৫। ২৬ ফুটবিশিষ্ট বিশ্বের সর্ববৃহৎ একতারা ভাস্কর্য অবস্থিত
__ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা শহরের আইজুদ্দিন মোড়ে।

৬৬। মৎস্য সংকটসহ বিভিন্ন বিষয়ে গবেষণার উদ্দেশ্যে 'কাপ্তাউ হ্রদে' নামানো গবেষণা তরীর নাম
__ সিভাসু রিসার্চ ভেসেল।
৬৭। গবেষকরা ২৫০০ বছর আগের 'জাপোনিকা জাতের' ধান চাষের প্রমাণ পান
__ নরসিংদীর উয়ারী- বটেশ্বরে।
৬৮। দেশে ১ম বারের মত শরিয়াভিত্তিক মোবাইল ব্যাংকিং সেবা 'ইসলামিক ওয়ালেট' চালু করেছে
__ আল আরাফাহ ইসলামী ব্যাংক (১১ ডিসেম্বর ২০১৯)।
৬৯। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশ দিয়েছে
__ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 'UGC' (১১ ডিসেম্বর ২০১৯)।
৭০। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে
__ ৩০ নভেম্বর ২০১৯।
৭১। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে -
__ ১ ডিসেম্বর ২০১৯।
৭২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়
__ ৯ ডিসেম্বর ২০১৯।
৭৩। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়
__ ২২ ডিসেম্বর ২০১৯।
৭৪। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালয়ের ( BUP) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে
__ ৬ জানুয়ারী ২০২০।
৭৫। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে
__ ১১ জানুয়ারী ২০২০।
৭৬। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে
__ ৫ ফেব্রুয়ারি ২০২০।
৭৭। আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা 'সেভ দ্য চিলড্রেনের' শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হন
__ অভিনেত্রী বিপাশা হায়াত।
৭৮। সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন
__ বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

৭৯। ১ম বাংলাদেশী হিসেবে এশিয়া ও প্যাসিফিক সিড অ্যাসোসিয়েশনের (APSA) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন
__ 'FBCCI'র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।
৮০। শিকাগোর অফিস - আদালতে দাপ্তরিক ভাষা হিসেবে যুক্ত করা হয়েছে
__ বাংলা ভাষা (৪ ডিসেম্বর ২০১৯)।
৮১। ১ম বারের মত দেশে 'জাতীয় বস্ত্র দিবস' পালিত হয়
__ ৪ ডিসেম্বর।
৮২। ১৬ ডিসেম্বর ২০১৯ থেকে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে 'জয় বাংলা ' জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা নির্দেশ দিয়েছে
__ মহামান্য হাইকোর্ট।
৮৩। বাংলাদেশ - চেক প্রজাতন্ত্রের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি সাক্ষরিত হয়
__ ১১ ডিসেম্বর ২০১৯।
৮৪। গঙ্গাঋদ্ধির ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে স্থাপন করা হচ্ছে
__ গঙ্গাঋদ্ধি জাদুঘর।
৮৫। 'বেগম রোকেয়া পুরস্কার - ২০১৯' লাভ করেন
__ ৫ জন নারী
__ তারা হলেন
(i) সেলিনা খালেক।
(ii) অধ্যাপক শামসুন্নাহার।
(iii) পাপড়ি বসু।
(iv) আখতার জাহান।
(v) ড. নুরুন্নাহার ফয়জননেসা ( মরণোত্তর)।
৮৬। 'ফারাজ সাহসিকতা পুরস্কার - ২০১৯' লাভ করেন
__ ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
৮৭। থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী ও জাকারিয়া স্মৃতিপদক লাভ করেন
__ শফি আহমেদ ও শিশির রহমান।
৮৮। 'অনন্যা সাহিত্য পুরস্কার - ১৪২৬' লাভ করেন
__ লেখক নাদিরা মজুমদার।
৮৯। ' দ্য প্রিন্স অ্যালবার্ট টু অব মোনাকো অ্যান্ড ইউএনসিএ পুরস্কার' লাভ করেন
__ বাংলাদেশী সাংবাদিক এ জেড এম আনাস।
৯০। জাপানের ' অর্ডার অব রাইজিং সান গোল্ড উইথ নেক রিবন পুরস্কার' লাভ করেন
__ চিত্রশিল্পী মাহমুদুল হক।
_______________
রিপোর্ট সমীক্ষা
------------------------
৯১। বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশ
__ ৫০তম।
৯২। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশ
__ ৮৩তম।
৯৩। বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ
__ ১৩৫ তম।
৯৪। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশ
__ ৩১তম।
৯৫। বৈশ্বিক জাতীয়তার মান সূচকে বাংলাদেশ
__ ১৩৭ তম।
৯৬। বৈশ্বিক নারী উদ্যোক্তা সূচকে ৫৮টি দেশের মধ্যে বাংলাদেশ
__ ৫৭ তম।
৯৭। দূষণজনিত মৃত্যুতে সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ
__ ৬ষ্ঠ (২,০৭,৯২২ জন)।
৯৮। বায়ু দূষণজনিত মৃত্যুতে সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ
__ ৫ম ( ১,২২,৭৩৪ জন)।
৯৯। দেশি কাপড় তৈরিতে শীর্ষ জেলা
__ নরসিংদী।
১০০। দেশে উৎপাদিত কাপড় বিক্রির সবচেয়ে বড় পাইকারি হাট
__ শেখেরচর - বাবুরহাট ( নরসিংদী)।
#সমাজসেবা_অধিদপ্তরের_প্রতিবন্ধিতা_শনাক্তকরণ_জরিপ ২০১৯
১০১। বর্তমানে দেশের সর্বোচ্চ প্রতিবন্ধীপ্রবণ জেলা
__ কুমিল্লা (৪.২০%)।
১০২। সবচেয়ে কম প্রতিবন্ধীপ্রবণ জেলা
__ বান্দরবান (০.৩৩%)।
১০৩। দেশের সর্বোচ্চ প্রতিবন্ধীপ্রবণ বিভাগ
__ ঢাকা ( ১৯.০১%)।
১০৪। দেশের সর্বনিম্ন প্রতিবন্ধীপ্রবণ বিভাগ
__ সিলেট (১৩.৫৬%)।
#GDP_এর_চূড়ান্ত_হিসাব_২০১৮_২০১৯
১০৫। মাথাপিছু আয়
__ ১৯০৯ মার্কিন ডলার।
১০৬। GDP'র প্রবৃদ্ধির হার
__ ৮.১৫%।
১০৭। GDP'তে কৃষি খাতের প্রবৃদ্ধির হার
__ ৩.৯২%।
১০৮। GDP'তে শিল্প খাতের প্রবৃদ্ধির হার
__ ১২.৬৭%।
১০৯। GDP'তে সেবা খাতের প্রবৃদ্ধির হার
__ ৬.৭৮%।
__________
খেলাধুলা
----------------
১১০। বাংলাদেশের ১ম মহিলা ফিফা রেফারি
__ জয়া চাকমা।
১১১। এসএ গেমসের ইতিহাসে ১ম দেশ হিসেবে এক ডিসিপ্লিনের সবগুলো স্বর্ণপদকই লাভ করে
__ বাংলাদেশ।
১১২। এসএ গেমসের ৩৫ বছরের ইতিহাসে বাংলাদেশের ১ম নারী খেলোয়াড় হিসেবে ১ম বারের মত একাই ৩টি স্বর্ণপদক লাভ করে__ আর্চার ইতি খাতুন।
১১৩। এসএ গেমসে নারী ক্রিকেটের ইভেন্টে ১ম বারের মত স্বর্ণ জিতেছে
__ বাংলাদেশ নারী ক্রিকেট দল।
১১৪। ফেন্সিং খেলায় বাংলাদেশকে ১ম আন্তর্জাতিক স্বর্ণপদক এনে দেন
__ ফাতেমা মুজিব ( এসএ গেমস - ২০১৯)।

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.